
		নিজস্ব প্রতিবেদক: ঐক্যবদ্ধ জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়ে আজকের উৎসবকে অন্যায়, অবিচারের বার্তা হিসেবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৪ই এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে সাত দিনের বৈশাখী মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিতে পারবে না।
ক্ষুদ্র ও কুটির শিল্প আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলেও উল্লেখ করেন তারা।
মন্তব্য করুন