মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লালমনিরহাটে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১৫ এএম

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। চিরায়ত গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড়দৌঁড়ের ঐতিহ্যকে ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ।

গতকাল সোমবার (১৪ই এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় ছয়টি জেলার ঘোড়সওয়াররা অংশ নেন। আর এ প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন হাজারো মানুষ।

আয়োজকরা জানান, এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ, বগুড়া,কুড়িগ্রাম,গাইবান্ধা,লালমনিরহাট ও নীলফামারী থেকে ঘোড়সওয়াররা তাদের প্রশিক্ষিত ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় এসেছেন। দৌঁড় প্রতিযোগিতার প্রথম দিনে ৫০ টি ঘোড়া নিয়ে এ খেলা শুরু হয়েছে।

এ ঘোড় দৌঁড় খেলার মূল আকর্ষণ ছিল নওগাঁর খুদে ঘোড়া সওয়ার হালিমা। সবার ঘোড়াকে পেছনে ফেলে ছুটে চলছে হালিমার ঘোড়া। শুরুর দিনের এ খেলায় সকল ঘোড়াকে পেছনে ফেলে হালিমা বিজয়ী হন ।

৪ দিনের ঘোড়দৌঁড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে দেয়া হবে সম্মাননা সহ আকর্ষণীয় পুরস্কার। যা শেষ হবে ১৭ এপ্রিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান