
		নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কার বিষয়ে সবার লক্ষ্য এক, তবে সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে সামান্য ভিন্নতা আছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সব জায়গায় ঐক্যমত্য আছে তার ভিত্তিতে দ্রুত জাতীয় সনদ তৈরি করা হবে বলেও জানান তিনি। এই সনদ তৈরির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আকাঙ্খার দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম’র সাথে সংলাপে তিনি এসব কথা বলেন।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের বিষয়ে একমত বলে জানিয়েছে এনডিএম। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে।
মন্তব্য করুন