মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ এএম

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতোদিন লাশ পোড়ানোয় জড়িতদের চিহ্নিত করা হলেও এখন গুলির সঙ্গে জড়িতের তথ্যও মিলেছে। প্রসিকিউশন বলছে, এ মামলার মধ্য দিয়ে শুরু হবে জুলাই গণহত্যার বিচার। এদিন এক ব্যক্তিকে ৪৭ দিন গুম করে নির্যাতনের মামলায় সাবেক র‌্যাব কর্মকর্তা সোহাইলকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের তিন মামলা শুনানির তালিকায় ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরমধ্যে আলোচিত আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় নতুন করে হাজির করা হয় পুলিশের তিন সদস্যকে।

এদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এ মামলার মধ্য দিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া চট্রগ্রামের গণহত্যার মামলায় অস্ত্রধারী যুবলীগ ক্যাডারকে আদালতে হাজির করার আবেদন করা হয়। সেটিও মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

অপহরণের পর গুম করে ৪৭ দিন আয়নার ঘরে আটক ও নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র‌্যাব কর্মকর্তা সোহাইলকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানায় প্রসিকিউশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান