
		নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু’র নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে। সেজন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনে গত ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন