
		নিজস্ব সংবাদদাতা: পতিত সরকারের রাঘববোয়ালদের গ্রেফতারে কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী বলেছেন, মডেল মেঘনা আলমকে আইন মেনেই আটক করা হয়েছে।
৫ আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে লুকিয়ে থাকা পতিত সরকারের একটি চক্র। ছোট ছোট ছিচকে সন্ত্রাসীরা ধরা পড়ছে, গডফাদাররা ধরা পড়ছে না কেন? মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাািদকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘববোয়ালদের গ্রেফতারে কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না, তবে জালে তো তাদের আসতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে ডিসি হিলে পহেলা বৈশাখের প্রস্তুতিতে যারা হামলা করেছে, তাদের ছাড় দেয়া হবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
মডেল মেঘনা আলমকে গ্রেফতারে হঠাৎ কেন বিশেষ ক্ষমতা আইনের প্রয়োজন হলো’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী বলেন, মডেল মেঘনা আলমকে প্রচলিত আইন মেনেই আটক করা হয়েছে। বিষয়টি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে বিস্তারিত বলতে অপারগতা জানান খোদা বক্স চৌধুরী।
পুলিশের নতুন পোষাক ও লোগোর বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্তব্য করুন