
		নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেষ্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজে ৩ কোটি টাকার মালামাল লুটের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর কোম্পানী র্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেব পাড়া এলাকার এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ৫০-৬০ জন দুস্কৃতিকারী ভিতরে ঢুকে। এসময় তারা কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে তিন কোটি চৌত্রিশ লাখ একত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে।
পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে দুুর্ধর্ষ ডাকাত গোলাম মোরশেদ বাবু ওরফে লালবাবু (২৫)কে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গোলাম মোরশেদ বাবু ওরফে লালবাবু সিদ্ধিরগঞ্জ থানার বাগমাড়া এলাকার লাল মিয়ার ছেলে।
মন্তব্য করুন