
		নিজস্ব সংবাদদাতা: জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী ছাপাতে সরকারি প্রেসের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এসব কাজের জন্য ২ লাখ ৩০ হাজার রিম কাগজ প্রয়োজন হবে, যার মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার রিম কাগজ কিনতে হবে। বৈঠক শেষে ইসি সচিব জানিয়েছেন, কার্যাদেশ পাবার পর সর্বোচ্চ চার মাসের মধ্যে সরকারি ছাপাখানা এসব কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নির্বাচন ভবনে সরকারি ছাপাখানার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে ব্যালট পেপার, নির্বাচনের নির্দেশিকা ও ম্যানুয়াল, ২১ ধরণের ফরম, ১৭ ধরনের কাগজের প্যাকেট ও ৫ প্রকারের পরিচয়পত্র মুদ্রণ নিয়ে আলোচনা হয়। সভায় সরকারি প্রেসের পক্ষ থেকে জানানো হয় ২ লাখ ৩০ হাজার রিম কাগজ প্রয়োজন হবে এসব নির্বাচন সামগ্রী ছাপাতে। এরমধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার রিম কাগজ সংগ্রহ করতে হবে, যার ব্যয় হবে ৩৫ কোটি টাকার বেশি।
সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, ৩০ এপ্রিলের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব সরকারকে চিঠি দিয়ে জানাবে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন