মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কালো সোনা পেঁয়াজের বীজ চাষে লাভবান হওয়ার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২১ এএম

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে ‘কালো সোনা’ নামে পরিচিত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সেখানকার চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও এই পেঁয়াজের বীজ চাষে ব্যাপক সাড়া পড়েছে চাষিদের মাঝে। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এদিকে, জেলা কৃষি বিভাগ জানিয়েছে এবারে জেলায় ১৫৩ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেক। ২০২২ সালে শুরু করেন পেঁয়াজের বীজ উৎপাদনের কাজ। অল্প খরচে লাভবান হওয়ায় এবার ৫ একর জমিতে পেয়াঁজের বীজ চাষ করেছেন।

বাজারে ভালো দাম পেলে এবার উৎপাদিত বীজ থেকে তার আয় হবে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। পাশাপাশি তার উৎপাদিত বীজ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পেয়াঁজের বীজের চাষে শত শত নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হওয়ায় স্বচ্ছলতা ফিরেছে এখানকার বাসিন্দাদের । কৃষক আব্দুল বারেকের সফলতায় জেলায় পেয়াঁজের বীজ চাষ বেড়েছে। তবে বাজারে ভালো দাম পেলে আগামীতে আরো বেশি চাষ হবে বলে ধারণা করছেন স্থানীয় চাষীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরে জেলায় ৫৪৭ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ হয়েছে। যা থেকে প্রায় ৬১২ মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে। যার বাজার মূল্য প্রায় ১৫৩ কোটি ২২ লক্ষ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান