
		ডেস্ক প্রতিবেদন : রাজস্ব ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগে দেশের বিভিন্নস্থানে সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক। দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার অফিসগুলো গোয়েন্দা নজরদারিতে ছিলো। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি ঠেকাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দুদকের কর্মকর্তাদের।
রাজস্ব ফাঁকি দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে সাভারে আশুলিয়া ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল।
দুদকের সহকারী পরিচালক বলেন, দীর্ঘদিন ধরে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিস গোয়েন্দা নজরদারিতে ছিলো। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে অন্যান্য সাব রেজিস্ট্রার অফিসে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, একই অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন জানান, সাব-রেজিস্ট্রার ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পায় দুদক। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।
মন্তব্য করুন