মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মৌলিক সংস্কার না হলে ভোটে যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে জানতে চায় যুক্তরাষ্ট্র। সফররত দেশটির প্রতিনিধি দলের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়েই তাদের আস্থার কথা জানান। তবে প্রয়োজনীয় সংস্কার এবং লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে জাতীয় নির্বাচনে এনসিপির অংশগ্রহণ নিশ্চিত নয় বলে জানান দলের আহ্বায়ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য দেখা করেন বিএনপি জামায়াত এবং এনসিপি প্রতিনিধিরা।

বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমের কাছে তাদের বৈঠকের বিষয়গুলো তুলে ধরেন। এময় তারা প্রশাসন নিরপেক্ষ নয় বলে তাদের কাছে অভিযোগ করেন। জোর দেন প্রয়োজনীয় সংস্কারের ওপর।

এর আগে সৌজন্য দেখা করেন জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে তার দলের পাঁচ সদস্য। গণমাধ্যমকে জানান আগামী রোজার আগেই তারা দেশে জাতীয় নির্বাচন দেখতে চায়।

পরে সৌজন্য সাক্ষাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের বিষয় নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুদের বর্তমান অবস্থা, শ্রম অধিকারসহ নানা বিষয়ে আলোচনা করলেও আলোচনায় আসেনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবার বিষয়ে। তবে বিচারিক প্রক্রিয়ার দলটির বিচার দেখতে চায় রাজনৈতিক দলগুলো ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান