
		নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামে ধনু নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙ্গনের ফলে গৃহহীন ও নিঃস্ব হয়েছে বহু মানুষ। তবে, পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজার, মান্দারবাড়ি ও চানপুর গ্রাম ধনু নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, এমনকি অনেক কাঁচা-পাকা সড়কও বিলীন হচ্ছে। সহায় সম্বল হারিয়ে অনেকে এখন নিঃস্ব।
ধনু নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে এলাকার হাজারও মানুষ।
পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙ্গন রোধে কাজের দরপত্র আহবান করা হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
ধনু নদীর ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নদী তীরের বাসিন্দাদের।
মন্তব্য করুন