
		সাভার সংবাদদাতা: বৃষ্টি ছাড়াই বছরজুড়ে পানিতে ডুবে থাকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কয়েকটি সড়ক। ময়লা দুর্গন্ধে ভরা সড়ক মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হয় বাসিন্দাদের। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে সড়কের পাশে গড়ে ওঠা বহু ব্যবসা প্রতিষ্ঠান। সড়কের এমন বেহাল দশার পেছনে অপরিকল্পিত প্রকল্প ও ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন স্থানীয়রা।
সড়কটি দেখে যে কারো মনে হতে পারে এলাকাটি বোধ হয় বন্যা কবলিত। কিন্তু না, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সড়কটি এমনিতে পানিতে তলিয়ে থাকে। এই চিত্র সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হেমায়েতপুর থেকে যাদুরচর চৌরাস্তা পর্যন্ত সড়কের। জলাবদ্ধতা থেকে তৈরি হওয়া ময়লা দুর্গন্ধকে সঙ্গী করেই চলাচল করতে হয় এখানকার বাসিন্দাদের।
ভোগান্তির একই চিত্র ইউনিয়নটির ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুরের তিব্বতের মোড় এবং দুই নম্বর ওয়ার্ডের ফুলবাড়ীয়া মো. ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কেরও। বৃষ্টি ছাড়াই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের আরও কিছু সড়কের অবস্থাও একই রকম। এতে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যও। ভুক্তভোগীরা বলছেন, অপরিকল্পিতভাবে নেয়া প্রকল্প ও ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় নাকাল হতে হয় তাদের।
তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানালেন, জনগণের ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করা হবে।
আশ্বাস নয় সড়কে চলাচলে ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা চান স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন