
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল আ-আম জনতা পার্টি।
বৃহস্পতিবার সকালে, সাভারে জাতীয় স্মৃতি সৌধে আহবায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।
পরে দলের প্রতিষ্ঠাতা রফিকুল আমীন জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায় ও সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করবে আ-আম জনতা পার্টি।
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পরদিন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান দলের প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোহাম্মদ রফিকুল আমীন। এসময় তার সাথে ছিলেন সদস্য সচিব ফাতিমা তাসনিম।
জাতীয় স্মৃতিসৌধে দলীয় প্রধান মোহাম্মদ রফিকুল আমীন উপস্থিত হলে তাকে স্বাগত জানান, দলের নেতা-কর্মীরা। পরে দলের সদস্য সচিব, আহবায়ক কমিটির সদস্যসহ অসংখ্য নেতা-কর্মী নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি।
পরে নেতা-কর্মীদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দলীয় প্রধান।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার পর সাংবাদিকদের সাথে কথা বলেন, রফিকুল আমীন ও ফাতিমা তাসনিম। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগী হয়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন ও জনকল্যাণে কাজ করবে আ-আম জনতা পার্টি। এজন্য গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চান।
মন্তব্য করুন