
		কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার সময় সদরের খরুলিয়া হিন্দু পাড়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সিহাব উদ্দীন কক্সবাজারের কলাতলি ডলফিন মোড়ে ওয়ার্ল্ডবীচ রিসোর্টে ফ্ল্যাট ব্যবসায়ী ও রামু কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকের সাথে খরুলিয়া টেক হিন্দু পাড়া এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষ হৃদয়বিদারক বার্তা দিয়ে নিহত শাহাব উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার হাস্যোজ্জ্বল মুখ, বিনয়ী আচরণ ও সামাজিক সম্পৃক্ততা স্মরণ করে শোকপ্রকাশ করেছেন অনেকে।
মন্তব্য করুন