
		নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বনানী থানা বিএনপি। সকালে রাজধানীর মহাখালীর ওয়ারলেস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তর ঘুরে তিতুমীর কলেজের সামনে এসে শেষ হয়।
বিএনপির বনানী থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন। নেতাদের অভিযোগ, ফ্যাসিস্টের দোসররা বিভিন্নস্থানে বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা করছেন। এসব দোসরদের রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে জানিয়ে তারা বলেন, ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দেয়ার সুযোগ দেয়া যাবে না।
মন্তব্য করুন