
		নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনে আহত যোদ্ধা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ রক্তিমের উপর হামলা করেছে আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা। অভিযোগে পিজি হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আহত যোদ্ধা রক্তিম।
গেলো ১৩ এপ্রিল চট্টগ্রাম সমিতির আয়োজনে পহেলা বৈশাখ প্রস্তুতি সভায় তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে যোগ দেয়ার পর ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তার লোকবল নিয়ে অফিসে ঢুকে রক্তিমসহ অন্যান্যাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। আহত অবস্থায় রক্তিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী বলে অভিযোগ করেন আহত যোদ্ধা রক্তিম। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।
সাইফুদ্দীন মোহাম্মদ এমদাদ রক্তিম জুলাই ২০২৪ সংগঠনের আহবায়ক।
মন্তব্য করুন