
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহেদুল ও তার বন্ধুরা। এসময় প্রথমবর্ষের কয়েকজন শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কিতে জরান তারা। এঘটনায় শিক্ষকরা মিমাংসা করে দিলেও সাড়ে চারটার দিকে জাহেদুলসহ অন্যান্যদের উপরে হামলা চালায় বহিরাগত কয়েকজন। তাদের ছুরিকাঘাতে জাহেদুলের আহত হন। কুর্মীটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রায়হানা বেগম এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন তারা।
এ হত্যার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
মন্তব্য করুন