
		নিজস্ব প্রতিবেদক : দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে লংমার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার দুপুরে পূর্বঘোষিত ছয় দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়। এসময়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা। রাজধানীসহ সারাদেশে মহাসমাবেশ পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ঢাকা জেলার সকল কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওর নতুন সড়কের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে। হাতে ব্যানার,দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো শিক্ষার্থীদের হাতে।
ঢাকা জেলার সরকারি বেসরকারিসহ আনুমানিক ২০ টির ও বেশি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা এই সমাবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা।
পলিটেকনিক শিক্ষার্থীরা একে একে মিছিল নিয়ে জড়ো হওয়ার পর মহাসমাবেশ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা। এসময়, তারা এসিরুমের বৈঠক বর্জনের ঘোষণা দিয়ে মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি দেন।
দীর্ঘ ৮ মাস ধরে ৬ দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন