মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চার বছরেও চালু হয়নি সেতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ এএম

মৌলভীবাজার সংবাদদাতা: ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মৌলভীবাজারের রাজাপুর সেতু চালু হয়নি চার বছরেও। একটি সংযোগ সড়ক না থাকায় কুলাউড়ায় মনু নদের ওপর নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছেনা স্থানীয়রা। এদিকে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সরে গেছে সেতুর পিলারের নিচের মাটি। চালুর আগেই সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী।

২০১৮ সালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর ওপর ২৩২ মিটার রাজাপুর সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ। ২০২১ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেয়া এই প্রকল্পে ব্যয় হয় ৩২ কোটি টাকা।

তবে কোনও সংযোগ সেতু না থাকায় চালু করা যায়নি সেতুটি।

এদিকে, পিলারের নিচ থেকে বালু তোলায় হুমকির মুখে পড়েছে সেতুটি। এটি রক্ষায় প্রতিবাদ আন্দোলনেও মিলছে না প্রতিকার।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ জানালেন, জমি অধিগ্রহণ শেষে শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরু হবে। আর বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস মৌলভীবাজার জেলা প্রশাসনের।

সেতুটি দ্রুত চালু করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান