
		চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় মো. মানিক নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার(১৯শে এপ্রিল) দিনগত রাতে নোয়াপাড়া এলাকার গরিবুল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদলকর্মী উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহ পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। গত বছরের অক্টোবরে দেশে আসেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, নিহত যুবদলকর্মীর মাথা, ঊরু ও পায়ে গুলি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানায় পুলিশ।
মন্তব্য করুন