
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেইট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে রাতে তাদের গ্রেফতার করা হয় হয় বলে জানিয়েছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গত শনিবার বিকেলে প্রাইম বিশ্ববিদ্যালয়ে জুনিয়রের সাথে বাগবিতন্ডা হয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের। পরে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন