
		নিজস্ব সংবাদদাতা: টেকসই অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আর এ সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সামগ্রিক পরিকল্পনা করার তাগিদ দেন তারা।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীতে সেনাপ্রাঙ্গণে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত ব্লুু ইকোনমি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সমুদ্র সম্পদ কাজে লাগাতে দক্ষ জনবল এবং উন্নত প্রযুক্তির ওপর জোর দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এজন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সমুদ্র সম্পদকে ঠিকঠাক ব্যবহার করলে জ¦ালানি নিরাপত্তাসহ অর্থনৈতিক কর্মকান্ডের ব্যাপ্তি বাড়বে বলেও জানান আলোচকরা। দিনব্যাপী এই সেমিনারের সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
মন্তব্য করুন