মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফ্যাসিবাদ ঠেকানোই সংস্কারের মূল উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

নিজস্ব সংবাদদাতা: ফ্যাসিস্টের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তাব জানিয়েছে খেলাফত মজলিস। বহুত্ববাদ, দেশকে চারটি প্রদেশে ভাগ এবং স্থানীয় সরকারের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত জানিয়েছে দলটি।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এসবর প্রস্তাবনা তুলে ধরে তারা। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সে ব্যবস্থা প্রবর্তন করাই সংস্কারের মূল উদ্দেশ্য।

সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি জন্য পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্ট।

সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে খেলাফত মজলিস। এসময় কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন দেশের আর যেন কেউ গুম খুনের শিকার না হয়। একটি গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কাজ করা হচ্ছে।

বৈঠক শেষে নিজেদের অবস্থান তুলে ধরেন খেলাফত মজলিসের মহাসচিব জালাল আহমেদ। জানান কমিশনের ১৪৭টি প্রস্তাবনার সাথে তারা একমত হয়েছে। তবে ফ্যাস্টিট সরকার সংবিধান থেকে আল্লাহ উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ দিয়েছিলো তা আবার পূর্ণবহালের দাবি জানানো হয়েছে।

দুপুরে বৈঠকে বসে জাতীয় গণফ্রন্টের ছয় সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান বিদ্যমান সংবিধান দেশের জনগনের জন্য যথার্থ নয়। নতুন সংবিধানের প্রস্তবনা দিয়েছে দলটি।

ফ্যাসিস্টের বিচার অব্যাহত রাখার দাবিও জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান