মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঝালকাঠিতে মাইকের উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে দিন-রাত মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের প্রচারে মাইকের অতিরিক্ত শব্দে সৃষ্টি হচ্ছে শব্দদূষণ। এছাড়া, যানবাহনের হাইড্রোলিক হর্ন এর ব্যবহার জেলার স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করছে।

ঝালকাঠি শহরের অলিগলিসহ চারটি উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আকৃষ্ট করতে এভাবে ব্যবহার করা হচ্ছে মাইক। যেকোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া এমনকি সবজি বিক্রিসহ বিভিন্ন ধরনের প্রচারণার জন্য উচ্চ শব্দে মাইক ব্যবহার করা হয়।

উচ্চ শব্দের মাইকের সাথে পুরো দিনজুড়ে অতিষ্ট করে তুলে যানবাহনের অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ম না মেনে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবহার নগরবাসীর সমস্যাকে আরও প্রকট করে তুলছে। বিশেষ করে শিশু, অসুস্থ রোগী ও পরীক্ষার্থীদের বেশি সমস্যা পোহাতে হচ্ছে। মাত্রাতিরিক্ত এই অসহনীয় শব্দদূষণ জেলার স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করেছে।

মাইকে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের এই সহকারী পরিচালক আনজুমান নেছা।

মাত্রাতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণ ও স্মরণ শক্তি কমে যায় এবং নিদ্রাহীনতা হতে পারে বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন অফিসের,মেডিকেল অফিসার মা. মোস্তাফিজুর রহমান।

ঝালকাঠি জেলায় প্রায় সাত লাখ মানুষের বসবাস রয়েছে, দ্রুত এ সম্যসার সমাধান চান স্থানীয়রা ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান