মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সিভিল এভিয়েশনের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম

রীতা নাহার : শেষ পর্যায়ে এসে অনেকটা ধীর গতিতে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে ভিভিআইপি টার্মিনালের নির্মাণ। প্রধান প্রকৌশলীসহ সিভিল এভিয়েশনের অধিকাংশ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। এসব কারণে অনেকটাই পিছিয়ে পড়েছে তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ ও উন্নয়ন কাজ। এদিকে, নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের দায়িত্ব নেয়ার প্রক্রিয়া চলছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশেরও বেশি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রকাশিত হতে থাকে নির্মাণাধীন এই নতুন টার্মিনালসহ বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির খতিয়ান।

তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ শেষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানোর পাশাপাশি প্রশিক্ষণের কাজ চলছে। তবু পদে পদে বিলম্বিত এর যাত্রা শুরুর প্রক্রিয়া। পট পরিবর্তনের পর সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী পদে দুই দফা ও তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক পদে দুই দফা পরিবর্তনসহ অধিকাংশ প্রকল্প পরিচালকের পদে রদবদল হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ ও তদন্ত চলমান থাকায় এমন পরিস্থিতি জানালেন, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া ।

অনিয়মের অভিযোগে থমকে আছে নতুন ভিভিআইপি টার্মিনাল নির্মাণসহ উন্নয়ন কার্যক্রম।

তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার কোটি টাকারও বেশি। জাইকার ঋণের টাকা মেটাতে টার্মিনালটি যতো দ্রুত সম্ভব যাত্রীদের জন্য উন্মুক্ত করতে কাজ করছে সিভিল এভিয়েশন।

এ টার্মিনাল চালু হলে পুরনো দুই টার্মিনালের সংস্কার কাজ শুরু করবে সিভিলএভিয়েশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান