
		নিজস্ব সংবাদদাতা: অদৃশ্য অনেক শক্তি, প্রতিপক্ষও দৃশ্যমান হতে শুরু করেছে। জনগনের আস্থা ধরে রাখতে যেকোনো মূল্যে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি। জানান, আগামীতে সরকার গঠন করলে রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে মঙ্গলবার রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ নির্বাচন, ক্ষমতায় গেলে বিএনপি’র সরকার ব্যবস্থা, রাষ্ট্র সংস্কারসহ নানা প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও জাতির উন্নয়নেই রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
স্বৈরাচার পালিয়ে গেলেও কাঙ্খিত বাংলাদেশ গড়ার লক্ষ্য এখনও অর্জিত হয়নি বলে মন্তব্য করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, ৭ মাস আগেই দেশ নিয়ে ষড়যন্ত্রের আশংকা সত্য হতে চলেছে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি’র ঘোষিত ৩১ দফা সারাদেশে প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়ার নির্দেশ দেন তারেক রহমান।
মন্তব্য করুন