
		সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব। জেলার ১৩৭টি হাওরে শুরু হয়েছে ধান কাটার কাজ। তাই ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ধানের ন্যায্য দাম নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা।
সুনামগঞ্জের হাওরের চারদিকে যেন এখন উৎসবের আমেজ। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে ধান কাটার উৎসব। নতুন ধানের সুবাস বইছে চারদিকে।
দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর চলছে পাকা ধান কাটার কাজ। মাঠে মাঠে এখন কৃষাণ-কৃষাণীদের দারুণ ব্যস্ততা। চলছে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। এরই মধ্যে অনেক কৃষকের গোলাতেও বোরো ধান উঠতে শুরু করেছে। এবছর ধানের ভালো ফলন হওয়ায় খুশি চাষিরা। তবে ধানের ন্যায্য দাম নিয়ে আশঙ্কায় রয়েছে তারা।
সুনামগঞ্জের হাওরে এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। চলতি বছরে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
মন্তব্য করুন