
		কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ শ্রমিককে টেকনাফের পাহাড় থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এর আগে পত ১৬ এপ্রিল কক্সবাজারে তারা নিখোঁজ হন। তারা রাজমিস্ত্রির কাজ করতে কক্সবাজারে এসেছিলেন।
উদ্ধারকৃতরা হলেন- মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাবাজার এলাকার পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।
এর আগে ১৬ এপ্রিল কক্সবাজার থেকে নিখোঁজ হয়েছিলেন জকিগঞ্জের বিভিন্ন বয়সি ছয় শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের ৪ স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাজারছড়া পাহাড় থেকে নিখোঁজদের উদ্ধার করে।
মন্তব্য করুন