
		লালমনিরহাট সংবাদদাতা: গত তিন দিন থেকে লালমনিরহাট- বুড়িমারী রেলপথে সব ধরনের লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বুড়িমারী থেকে ঢাকা ও রংপুরগামী যাত্রীরা যাতায়াত করতে পারছেননা।
জানা গেছে, লালমনিরহাট বুড়িমারী রুটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। এসব ট্রেনে বুড়িমারী ,পাটগ্রাম, বড়খাতা, হাতীবান্ধা,ভোটমারি,তুষভান্ডার ,কাকিনা, আদিদমারী ,লালমনিরহাট, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন জেলায় যাত্রী সাধারণ চলাচল করে থাকে।
তবে বুড়িমারী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকায় চলাচলের দাবিতে পাটগ্রাম রেলস্টেশনে গত সোমবার সকাল থেকে সাধারণ মানুষ বিভিন্ন লোকাল ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করে রাখেছে। এবং লালমনিহাট থেকে ছেড়ে যাওয়া সকল লোকাল ট্রেন আটকে দেয়।
এ কারণে লালমনিরহাট রেলওয়ে ডিভিশন থেকে লালমনিরহাট বুড়িমারী রুটে অনির্দিষ্টকালের জন্যট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
এদিকে ট্রেন বন্ধের কারণে যাত্রীরা বাড়তি অর্থ খরচ করে লালমনিরহাট রেলস্টেশনে এসে ঢাকাগামী ট্রেন ধরছেন। লোকাল ট্রেন বন্ধ করায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
মন্তব্য করুন