
		ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর-বরিশাল মহাসড়কের প্রায় ৩২ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। অসংখ্য খানাখন্দের কারণে অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে এই সড়ক। ফলে যাত্রী ও চালকদের চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পদ্মা সেতু চালুর পর থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফরিদপুর জেলা শহর থেকে ভাঙ্গা পর্যন্ত যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ সময়। জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ সড়কের সংযোগ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা।
যান চলাচলে ধীরগতির কারণে সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চলতি মাসে এখন পর্যন্ত এই সড়কে দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
এদিকে, পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও, সড়কের কোনো উন্নয়ন বা প্রশস্তকরণ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যস্ত এ মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
চালকরা জানান, সড়ক জুড়ে ছোট-বড় গর্তের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ঘটনার কবলে পড়ছে অনেক যানবাহন। বৃষ্টির মৌসুমে কাদামাটি ও গর্তে জমা পানির মধ্য দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়।
জমি অধিগ্রহণের কাজ চলছে। কিছু সংস্কার করে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হচ্ছে বলে জানালেন, ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ্ সরদার।
সড়কটি দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনা ও যানজটের মাত্রা আরও বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের।
মন্তব্য করুন