
		পার্থ রহমান : নিবন্ধন পেলে আ-আম জনতা পার্টি থেকে নিজে প্রার্থী হবেন না, তবে তার দল নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন। বৈশাখী টেলিভিশনের সাথে দীর্ঘ আলাপচারিতায় একথা জানান তিনি। ডেসিটিনির ব্যবসায়ীক কার্যক্রম শুরু করতে সরকারকে এমএলএম লাইসেন্স দেয়ার দাবিও জানান ডেসটিনি গ্র“পের চেয়ারম্যান।
নিজের প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দলের লক্ষ্য-উদ্দেশ্য ও ডেসটিনির সার্বিক কার্যক্রম এবং আগামি পরিকল্পনা নিয়ে বৈশাখী টেলিভিশনের অনলাইনে দীর্ঘ সাক্ষাতকার দেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন। এসময় তার দীর্ঘ কারাবাসের কষ্টের দিনগুলার কথাও তুলে ধরেন তিনি।
ডেসটিনিকে উদ্যোক্তা তৈরীর কারখানা আখ্যা দিয়ে রফিকুল আমীন বলেন, বেকারত্ব দূর করতে ডেসটিনি হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্যতম সহযোগী। নতুনভাবে এই ব্যবসা পরিচালনার জন্য সরকারের সহায়তা চান তিনি।
আলাপচারিতায় নিজের প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল আ-আম জনতা পার্টির ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন রফিকুল আমীন।
তিনি বলেন, দেশের কল্যাণে যারা কাজ করবেন, নীতি আদর্শের ভিত্তিতে তাদের সাথে নিয়েই এগিয়ে যাবেন।
মন্তব্য করুন