
		পঞ্চগড় সংবাদদাতা: বাংলাদেশকে দখল করা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের আয়োজনে পঞ্চগড়ের চৌরঙ্গীর মুক্ত মঞ্চের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এ কথা বলেন।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক হবে। একটা ন্যায্যতার সম্পর্ক হবে। গোলামের সম্পর্ক নয়।
এছাড়া গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট ও দখলের অভিযোগ নেই। এজন্য তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদের বিশ্বাস করতে জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।
মন্তব্য করুন