
		নিজস্ব প্রতিবেদক: এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সুবিধাজনক সময় উল্লেখ করে প্রাথমিকভাবে কমিশনকে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এর মধ্যেই ভোট আয়োজন করা সুবিধাজনক বলে মনে করছেন তারা। চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্র্বতী সরকারের সাথে আলোচনা করেই নেয়া হবে বলে জানিয়েছে কমিশন।
এদিকে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন করতে সরকারের অভিমত জানিয়েছেন অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষে তিনটি আলাদা মাসকে নির্ধারণ করে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই তিনমাসের বিষয়ে সরকারকে অবগত করবে কমিশন।
জাতীয় নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষাসহ বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে মনে করে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা।
স¤প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে যাচাই-বাছাই করে কমিশনকে রিপোর্ট দিয়েছে কমিশনের সংশ্লিষ্ট শাখা।
মন্তব্য করুন