
		বগুড়া সংবাদদাতা: বগুড়ার আঞ্চলিক সড়কে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাই ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনা দুটি চোরাই ইজিবাইক উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
পরে শনিবার সকালে (২৬শে এপ্রলি) তাদেরকে বগুড়ার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ইজিবাইক ছিনতাই ঘটনায় গত শুক্রবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন উপজেলার মহিপুর বারইপাড়ার লাভলু মন্ডল।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইদলপুর এলাকার সাত্তার মিয়ার ছেলে আসাদুল ইসলাম (২৭),বগুড়া সদরের মালতিনগর এলাকার জামাল উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (৩০),গাবতলী উপজেলার লাঠিগঞ্জ সারোটিয়ার হবিবর রহমানের ছেলে ওয়াহেদুল ইসলাম (২৯) এবং ধুনট উপজেলার নান্দিয়ারপাড় পূর্বপাড়ার মরজুদ্দিন ফকিরের ছেলে মিন্টু মিয়া (৪০)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা চোর-ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চুরি করে বিক্রি করতো। যাত্রী সেজে ইজিবাইকে উঠে কৌশলে চালকদের চেতনানাশক ঔষধ খাওয়ানোর পর ছিনতাই করে।
মন্তব্য করুন