মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম

জেলা সংবাদদাতা: টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে ঘন্টাব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসুচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি সাকিব আল হাসান ও সাধারণ সম্পাদক নাইম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা ও ৬ মাস ইন্টার্নিশিপ শেষে আমরা যে সার্টিফিকেট পাই তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই।

এদিকে, নাটোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তগনের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের জেলা আইনজীবী কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি ও পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারন সম্পাদক শরিফুল হক মুক্তা, লোকমান হোসেন বাদল, প্রসাদ কুমার বাচ্চা সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাধন দাস একজন আইনজীবী তার উপর দ্র্বুৃত্তদের হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। যারা করেছে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

উল্লেখ্য গত ২৪ তারিখে নাটোরের লালপুরে বাড়ির পিছনের গেট ভেঙ্গে প্রবেশ করে আইনজীবী সাধন কুমার দাসকে কুপিয়ে ও বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান