
		নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। মামলার বিষয়ে তদন্ত হবে বলেও জানান তিনি।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। এর আগে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সাথে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জুলাইয়ের আন্দোলনের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মামলা রাষ্ট্র করেনি। মামলা করেছে অন্য একজন। নতুন বাংলাদেশে মামলা করার অধিকার সবারই রয়েছে। সেই স্বাধীনতার অপব্যবহারও করছে কেউ কেউ।
তিনি বলেন, পুলিশ এর সঠিক তদন্ত করবে। তদন্তে যা সত্য তা থাকবে, মিথ্যা হলে বাতিল হয়ে যাবে।
উপদেষ্টা জানান, সংস্কৃতি সম্পর্কিত সকল বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত থাকে। দায়িত্বের জায়গা থেকে অনেক কাজ করা হচ্ছে। সব মিডিয়াতে আসছে না।
তিনি টাঙ্গাইলের একটি ঘটনার উদাহরণ দেন সংস্কৃতি উপদেষ্টা। বলেন, টাঙ্গাইলের একটি পাঠাগার থেকে বই সরিয়ে দিয়েছিল একটি পক্ষ। পরবর্তীতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
মন্তব্য করুন