
		অনলাইন ডেস্ক: মার্কিন নন জিওস্টেশনারি অরবিট- এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ এপ্রিল) তিনি এই লাইসেন্স অনুমোদন করেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গত ২৫ মার্চ ‘নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে।
গাইডলাইনের আওতায় স্টারলিংক লাইসেন্স প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিটিআরসি বরাবর আবেদন করে।
প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত হয়।
দক্ষিণ এশিয়ার শ্রীলংকার পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবার যাত্রা শুরু করল স্টারলিংক।
মন্তব্য করুন