মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম

অনলাইন ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে পুলিশী হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন সেখানকার সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমল্লিার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছে স্থানীয় পূজা উদযাপন কমিটি। কুমিল্লার মুরাদনগরের বিএনপির পাঁচবারের সাবেক এমপি ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে এমন উদ্যোগ বলে জানায় তারা। মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। এসময় কমিটির নেতারা বলেন, সাবেক এ মন্ত্রীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীদের দিয়ে পাহারা বসিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হলেও একটি মহল থেকে অপপ্রচার করা হচ্ছে।

একইসঙ্গে মিথ্যা মামলা ও চাঁদাবাজি সংক্রান্ত মিথ্যা অপবাদের কারণে কুমিল্লার পুলিশ সুপার, ডিবির ওসি, মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসির প্রত্যাহার দাবি তাদের।

লিখিত বক্তব্যে মুরাদনগর পূজা উদযাপন কমিটির সহসভাপতি অধ্যাপক দীন দয়াল পাল বলেন, গত সাড়ে ১৫ বছর কথিত সংখ্যালঘু দরদী আওয়ামী লীগ নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজি দখলসহ নানান নিপীড়নের শিকার হয়েছে মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সনাতনী ধর্মাবলম্বীদের নেতা দুলাল দেবনাথ, নিবাস চন্দ্র ঘোষ, বিপ্লব কুমার সাহা, রঞ্জন রায়, দয়ানন্দ ঠাকুর সহ বেশকিছু সনাতনী মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান