
		নিজস্ব প্রতিবেদক : ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরসহ দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে যেতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে তাদের। মৎস্য বিভাগের আশা, অভিযান সফল হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় পহেলা মার্চ থেকে দুই মাস ছয় জেলার ছয়টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। পদ্মা-মেঘনা নদীতে চলমান এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এজন্য নব উদ্যমে এখন প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার ৯০ কিলোমিটার এলাকায় এখন নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। মাছ শিকার করে আগের ধারদেনা পরিশোধের পাশাপাশি লাভের আশা তাঁদের।
অভিযান সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদী মৎস্য বিভাগ।
এদিকে, বরিশাল, ভোলা, শরিয়তপুর, লক্ষ্মীপুর এবং পটুয়াখালীতেও মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দুই মাস পর নদীতে যেতে নতুন জাল প্রস্তুতের পাশাপাশি পুরনো জালও মেরামত করে নিচ্ছেন। আবার কেউ কেউ নৌকা মেরামতে কাজ করছেন। এছাড়াও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের আড়তগুলোও মাছ বেঁচাকেনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
মন্তব্য করুন