মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শ্রমিকের অবস্থার পরিবর্তন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৩৫ এএম

নিজস্ব প্রতিবেদন: শ্রমিকের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (পহেলা মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

মে দিবসের আলোচনায় তিনি বলেন, সকল পক্ষ ও অংশীজনদের নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ তৈরি করা হয়েছে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকার প্রতিশ্র“তিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। এসময় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের পহেলা মে নতুন বার্তা নিয়ে এসেছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই হবে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা। ডক্টর ইউনূস আরও বলেন, শ্রমিক-মালিক পরস্পরের পরিপূরক। শ্রমিকের অধিকার রক্ষা ও নিরাপদ কাজের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। এ নিয়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপেরে কথা তুলে ধরেন সরকার প্রধান।

এছাড়া বাংলাদেশের শ্রম মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দক্ষ শ্রমিক তৈরির ওপর জোর দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান