
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। জনগণ ভোটের মাধ্যমে এখনও সংসদ ও সরকার গঠন করতে পারিনি।
বৃহস্পতিবার (পহেলা মে) বিকেলে রাজধানীর পল্টনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি যে সংস্কারের কথা বলে আসছেন তা বিএনপি অনেক আগেই বলে এসেছে। অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে দেশের স্বার্থের বিষয়ে কোন চুক্তি না করার জন্য সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুল ইসলাম।
মন্তব্য করুন