মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মানবিক করিডোরের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০২:২৯ পিএম

নিজস্ব সংবাদদাতা: মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত জনগন ও নির্বাচিত সংসদ থেকে আসতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিদেশীদের স্বার্থ রক্ষায় নয়, সবার আগে এ দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রূপরেখা প্রকাশের দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নেয় নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে থেকে আসা শ্রমিকদলসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী। বেলা বাড়ার-বাড়ার সাথে সাথে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখে জাসাসের শিল্পীরা।

বিকেলে লন্ডন থেকে শ্রমিক সমাবেশে ভার্চুয়ারি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিএনপি’র প্রতিশ্র“তির কথা জানান শ্রমিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিত বিরোধ উস্কে দেয়ার চেষ্টা করছে একটি মহল।

মিয়ানমারকে মানবিক করিডোর দেয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিএনপি সংস্কারের পক্ষে। তবে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা প্রকাশের দাবি জানান তিনি।

কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান