
		নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার আহ্বান জানিয়েছেন তারা। এসময় প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেই আগামী নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কার্যালয় মে দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার বিকেলে মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ে সংগঠনটির শ্রমিক উইং আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করলেন দলটির যুগ্ম আহ্বায় সারোয়ার তুষার। বলেন, নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারিয়েছে। এসময় ইসি পুনর্গঠনের আহ্বান জানান তিনি।
এসময় আলোচনায় উঠে আসে প্রবাসী শ্রমিকদের ভোটের বিষয়ও। রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে গণঅভ্যুত্থান সফল হয়েছে উল্লেখ করে দলটির নেতারা বলেন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এসময় শ্রমিকদের সকল বৈষম্য দূর করার পাশাপাশি, তাদের সংগ্রামের কথা পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি জানান এনসিপির নেতারা।
মন্তব্য করুন