মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশজুড়ে বোরো ধানের বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৩:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরইমধ্যে মাঠ থেকে ধান সংগ্রহের কাজ শুরু করেছেন কৃষকরা। তবে ভালো ফলন হলেও কৃষকরা দাম নিয়ে হতাশ। অন্যদিকে ঝড় বৃষ্টি নিয়েও রয়েছেন চিন্তিত। তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

কিশোরগঞ্জের হাওরের মাঠে এভাবেই গানে গানে ধান কাটছে কৃষকরা।

ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। আবহাওয়া ভাল থাকায় তাদের মাঝে বইছে উৎসবের আমেজ।

উপকূলীয় জেলা বাগেরহাটের শরনখোলার লবনাক্ততা প্রবন এলাকায় অনাবাদি পড়ে থাকা অনেক জমিতে কৃষি বিভাগের প্রনোদনা ও পরামর্শে এবছর বোরো ধানের চাষ হয়েছে। ধানের বাম্পার ফলন আর অনাবাদি লবণাক্ত জমিতে চাষাবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কৃষকদের জন্য।

কৃষি বিভাগ বলছে গত বছর থেকে এবছর জেলায় ধানের আবাদ বেড়েছে প্রায় চার গুণ। ফলে উৎপাদনও হবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

এদিকে, মৌলভীবাজারে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর নিয়ে তারা হতাশ তারা।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

এছাড়া নেত্রকোণার হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটাই মাড়াই। ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন হাওরপাড়ের কৃষকরা।

জেলার ১ লাখ ৮৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ করা হয়েছে। যেকানে উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ লাখ ৪ হাজারে ১শ মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান