
		খুলনা প্রতিনিধি: খুলনায় সড়কের পাশে উন্মুক্ত স্থানে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এসব ভাগাড়ের বর্জ্যরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দূষিত হচ্ছে বাতাস। স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, সিটি করপোরেশনের অবহেলা ও উদাসীনতার কারণে এর থেকে প্রতিকার মিলছে না।
খুলনার শহরের শিববাড়িতে সড়কের পাশেই উন্মুক্ত স্থানে ময়লার এমন স্তুপ যেন, নিত্যদিনের চিত্র। নগরীর বিভিন্ন ওয়ার্ডের গৃহস্থালি বর্জ্য, ছোট গাড়িতে করে এখানে ফেলা হচ্ছে। এছাড়া বিভিন্ন হোটেল ও প্রতিষ্ঠানের আবর্জনা রাখা হচ্ছে সড়ক ঘেঁষেই। অনেক সময় বর্জ্য ,দখল করে নেয় সড়কের অর্ধেকটা অংশ।
স্থানীয়রা জানান, শুধু নগরীর শিববাড়ি নয়, পিটিআই মোড়, ময়লাপোতাসহ নগরীর অধিকাংশ সড়কের পাশে, খালি স্থানে ময়লা ফেলার কারণে রীতিমত ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ময়লা ছড়িয়ে পড়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষ।
সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে পুরো শহর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বলে দাবি নাগরিক সমাজের।
তবে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, খুলনা শহরে ১৫ লাখের বেশি মানুষ বসবাস করে। এসব বাসা বাড়ি থেকে দৈনিক ১ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। নাগরিকদের ভোগান্তি কমাতে, রাতে বর্জ্য সংগ্রহের পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান।
মন্তব্য করুন