
		কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জের পাইকারি বাজারে জমে উঠেছে বোরো ধান বেচাকেনা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ধান চলে যাচ্ছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে। বাজারে প্রতিদিন বিক্রি হয় সাত কোটির টাকার ধান।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ধনু নদীর তীরে চামড়াঘাট বাজারের প্রতিটি আড়তে চোখে পড়বে ধান বেচাকেনার এমন ব্যস্ততা। সকাল থেকে ক্রেতা-বিক্রেতার আনাগোনায় মুখর থাকে বাজারটি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে বিক্রি।
কৃষকরা জানান, মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ধানের প্রত্যাশিত দাম পেয়ে খুশি কৃষকরা।
যাতায়াত ব্যবস্থার ভালো থাকায় শতবর্ষী বাজারটি দিন দিন কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক মো. শাহীনূল ইসলাম।
মন্তব্য করুন