
		চট্টগ্রাম প্রতিবেদক: সমাজের নিম্নআয়ের, দরিদ্র,অবহেলিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের নতুন ক্যান্সার ওয়ার্ড উদ্বোনের সময় এ আহবান জানান তিনি। এ সময় হাসপাতালটিকে বিশ্বমানের করতে ভবিষ্যতে কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদসহ আরও অনেকে।
মন্তব্য করুন