
		খুলনা প্রতিবেদক: খুলনায় কৃষিজমিতে একের পর এক গড়ে উঠছে আবাসিক প্রকল্প, বাণিজ্যিক ভবন। অপরিকল্পিত নগরায়ণ, অনুমোদনহীন আবাসন ব্যবসা ও শিল্প-কারখানার কারণে জেলায় বছরে শূন্য দশমিক ৭ শতাংশ হারে কৃষিজমি কমছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এভাবে জমি কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তা হুমকির পাশাপাশি পরিবেশ বিপর্যয়েরও আশঙ্কা বিশেষজ্ঞদের।
বর্তমানে ৫০টির বেশি আবাসন প্রকল্পের কাজ চলছে খুলনা শহর ও আশপাশের এলাকায়। কৃষিজমি বালি দিয়ে ভরাট করে বিক্রি করা হচ্ছে প্লট। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা গড়ে তুলছে বাণিজ্যিক ভবনসহ নানা প্রতিষ্ঠান।
অপরিকল্পিত প্লট ব্যবসার কারণে কৃষিজমি কমে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সবচেয়ে বেশি কৃষি জমি কমছে ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলায়।
অপরিকল্পিত নগরায়নের ফলে এই উপজেলায় দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানালেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
এভাবে কৃষিজমি কমে গেলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ।
সরকারি তথ্য অনুয়ায়ী, ২০১০ সালে খুলনায় কৃষিজমি ছিল ১ লাখ ৫৫ হাজার হেক্টর। ১০ বছরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৫৪ হেক্টরে।
মন্তব্য করুন