
		আরব আমিরাত সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রবাসী শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রাসেল আহমেদের ব্যবস্থাপনায় শারজার একটি শ্রমিক নিবাসে দেড় শতাধিক প্রবাসীদের মাঝে উপহার বিতরণ করেন।
উপহার সামগ্রী পেয়ে প্রবাসীরা আনন্দ প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেন, "তারেক রহমান সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই উপহার সামগ্রী প্রবাসীদের প্রতি তার ভালোবাসার প্রতীক। আগামীতে জনগণের রায় নিয়ে বিএনপি ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করবে। উক্ত ৩১ দফায় প্রবাসীদের ব্যাপক কল্যাণকর বিষয় রয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, রাসেল আহমদ, শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, ইঞ্জিনিয়ার করিমুল হক, ব্যবসায়ী আলিম উদ্দিনসহ অন্যান্যরা।
মন্তব্য করুন